Monday, February 27, 2012
কুলাউড়ায় নতুন খনন করা গ্যাস কূপ থেকে ২ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত
বরমচাল-ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রের ৪ নম্বর কূপটি খনন করা হয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল গ্রামে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্রোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সালদা-ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাহাবুদ্দিন শুক্রবার সকালে জানান, ২২ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৩ টায় কুলাউড়ার বরমচাল ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র নতুন খনন করা ৪ নম্বর কূপ থেকে ২ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। ফেঞ্চুগঞ্জের গ্যাস বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার দুপুর ৩ টায় এই উত্তোলন শুরু করা হয়। আর এতে করে বরমচাল-ফেঞ্চুগঞ্জ গ্যাস কুপ থেকে জাতীয় গ্রীডে সাড়ে ৪ কোটি ঘনফুট গ্যাস যুক্ত হলো। বরমচাল ফেঞ্চুগঞ্চ গ্যাস কূপ প্রজেক্টের পিডি মোঃ শাহাবুদ্দিন ও ইনচার্জ মোঃ হাসানুজ্জামান জানান, ইতিমধ্যে যেসব তথ্য পাওয়া গেছে তাতে ফেঞ্চুগঞ্জ একটি সমৃদ্ধ গ্যাসক্ষেত্র বলেই মনে হচ্ছে। তিনি জানান, ৪ নম্বর কূপটি খননের সময় গত জুন মাসে এটির তিনটি আলাদা স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। তিনটি স্তরই সমৃদ্ধ। এর মধ্যে দুই হাজার ২০৮ থেকে দুই হাজার ২৪৯ মিটার গভীরের স্তরটি থেকে উত্তোলন শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে ২ কোটি ঘনফুট (২০ মিলিয়ন) ঘনফুট গ্যাস পাওয়া গেছে। ভবিষ্যতে এখান থেকে দৈনিক সাড়ে তিন থেকে চার কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ আশা করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্র ২ ও ৩ নম্বর কূপ থেকে দৈনিক প্রায় আড়াই কোটি ঘনফুট করে গ্যাস উত্তোলন অব্যাহত আছে। যে স্তর থেকে ওই দুটি কূপের গ্যাস আসছে, নতুন কূপটি খননের সময় সেই স্তর ছাড়াও তিন-চারটি নতুন স্তরে গ্যাস পাওয়া গেছে। এর মধ্যে এক হাজার ৪৩২ থেকে এক হাজার ৪৫০ মিটার গভীরতায় ১৮ মিটার পুরু একটি গ্যাস স্তর রয়েছে। আরও দুটি স্তর রয়েছে দুই হাজার থেকে দুই হাজার ৮০ মিটার গভীরতার মধ্যে। আর যে স্তরটি থেকে উত্তোলন শুরু করা হয়েছে, সেটি দুই হাজার ২০৮ থেকে দুই হাজার ২৪৮ মিটার গভীরতায়।
কুলাউড়ায় আন্তঃনগর সকল ট্রেনের আসন বৃদ্ধিসহ রেল সমস্যার সমাধানে মানব বন্ধন শেষে রেলমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ
কুলাউড়া পৌর সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ কুলাউড়া জংশন ষ্টেশন মাষ্টারের মাধ্যমে রেলমন্ত্রী বরাবরে আসন বৃদ্ধি সহ ৫ দফা দাবি সংবলিত স্বারকলিপি দিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে দাবি পূরণ না করলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। ২৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় কুলাউড়া ষ্টেশনে মানব বন্ধন কর্মসূচী পালনের পর উক্ত স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের সভাপতি খন্দকার খালিছ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আবেদ রাজা। সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আবেদ রাজা বলেন, আসন কেটে নিয়ে কুলাউড়াবাসী তথা সিলেট বিভাগবাসীর প্রতি যে অবিচার করা হয়েছে তা সিলেট বিভাগের সস্তান শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত রেলমন্ত্রী হওয়ার পরও সমাধান না হওয়াটা দুঃখজনক। তিনি রেল সমস্যার সমাধানের দাবিতে সিলেট বিভাগ বাস্তবায়নের দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। স্মারকলিপিতে পারাবত, উপবন, জয়ন্তিকা, পাহাড়িকা, উদয়ন, আন্তঃনগর ট্রেনে আগষ্ট ২০১১তে কেটে নেয়া আসন ও বগির চেয়ে বেশি আসন বরাদ্দের আহ্বান জানান। একনেকে অনুমোদনকৃত কুলাউড়া-শাহবাজপুর রেলপথ দ্রুত বাস্তবায়নসহ শাহবাজপুর-সিলেট নতুন রেলপথ নির্মাণ, সিলেট-ছাতক রেলওয়ের উন্নয়ন নিশ্চিত, সিলেট-আখাউড়া রুটে বন্ধকৃত ৩৫১/৩৫২ নং ট্রেন পুনঃচালু, ভাটেরা-টিলাগাঁও-মনুসহ বন্ধকৃত ষ্টেশন সমূহ পুনঃচালু এবং জরাজীর্ণ ষ্টেশন সমূহের উন্নয়ন, সকল ওয়েটিং রুম ও টয়লেট আধুনিকায়ন, সকল ট্রেনে উন্নত বগি সংযোজন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপত্তা জোরদার, টাইম টেবিল মেইটেইন, টিকেট কালোবাজারী বন্ধ, ষ্টেশনে গণশোচাগার ও টিউবওয়েল স্থাপন, কুলাউড়ার জয়পাশার সাথে রাস্তা প্রশস্ত করণ, কুলাউড়া রেল ওভারব্রীজের ধাক্কায় নিহত ও আহতদের ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি পূরণের আহবান জানানো হয়। আগষ্ট ২০১১তে আসন কেটে নেয়ার পর গত ১৫/০৯/১১ইং প্রধানমন্ত্রী, যোগাযোগমন্ত্রী সচিব, ডিজি বরাবরে স্মারকলিপি দেয়ার পরও দাবী পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ খুরশেদ আলী, রিয়াজ উদ্দিন রিয়াজ, আব্দুর রহমান নিয়াজি, জুবের আহমদ খাঁন, আবু তাহের মজনু, ইয়িলাছ আলী, আবুল বাশার ছায়েম, ওয়াহিদ আহমেদ, শামীম আহমদ, আব্দুর রফিক রব, এমদাদুর রহমান জিয়া, আব্দুল করিম বাচ্চু, দেলু মিয়া, রফিক মিয়া, আব্দুল ওয়াহিদ, জাহাঙ্গীর আলম সিদ্দিকী, শাহজাহান আলম সাজু, বাবুল মিয়া, রহিম মিয়া প্রমুখ।
Subscribe to:
Posts (Atom)
KULAURA INFO
Know About Kulaura Upozilla.