মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াসিন নামের ৭/৮বছরের একটি ফর্সা ছেলেকে পাওয়া গেছে। জানা যায়, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঠালকান্দি গ্রামের রাজমিস্ত্রি দুরুদ মিয়া ট্রেনযোগে সিলেট যাওয়ার পথে ক্ষুধার্ত ছেলেটি গত ১৬ জানুয়ারি ভানুগাছ থেকে লোকাল ট্রেনে তাঁর কাছে খাবার চাইলে তিনি তাঁর মা, বাবা ও ঠিকানা না পেয়ে নিজ বাড়ীতে নিয়ে আসেন। দুরুদ মিয়া বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের জানান। খবর পেয়ে সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি লেখক শাব্বির এলাহী ও সুহৃদ সাইফুর রহমান (সায়েল) দুরুদ মিয়ার বাড়ীতে গিয়ে নিকটবর্তী আমদপুর ইউপির ছয়ঘরী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাজির বক্স ও দুরুদ মিয়ার স্ত্রী মিনা বেগমের হেফাজতে ছেলেটি-কে রাখেন। ছেলেটি তার বাবার নাম মোহাম্মদ আলী, মা সুরাইয়া বেগম, চাচা আম্মদ আলী, দাদা নুর ইসলাম গ্রাম-হাটাখোলা, টঙ্গী বলে জানায়। তাঁর সাগর নামের ১ভাই ও লিজা নামের ১ বোন রয়েছে বলে জানায়। এ বিষয়টি লেখক শাব্বির এলাহী গতকাল বুধবার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরজিত কুমার পালকে অবহিত করেন। ছেলেটির মা, বাবা বা বৈধ অভিভাবককে হাজির বক্স (মাস্টার), উত্তরভাগ, ডাক-আদমপুর, উপজেলা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার (মোবাইল- ০১৭১৮৯৮০৬৫২) এর সাথে যোগাযোগ করতে পারবেন।
Thursday, January 26, 2012
ইয়াসিন নামের ছেলেটি কার ?
মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াসিন নামের ৭/৮বছরের একটি ফর্সা ছেলেকে পাওয়া গেছে। জানা যায়, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঠালকান্দি গ্রামের রাজমিস্ত্রি দুরুদ মিয়া ট্রেনযোগে সিলেট যাওয়ার পথে ক্ষুধার্ত ছেলেটি গত ১৬ জানুয়ারি ভানুগাছ থেকে লোকাল ট্রেনে তাঁর কাছে খাবার চাইলে তিনি তাঁর মা, বাবা ও ঠিকানা না পেয়ে নিজ বাড়ীতে নিয়ে আসেন। দুরুদ মিয়া বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের জানান। খবর পেয়ে সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি লেখক শাব্বির এলাহী ও সুহৃদ সাইফুর রহমান (সায়েল) দুরুদ মিয়ার বাড়ীতে গিয়ে নিকটবর্তী আমদপুর ইউপির ছয়ঘরী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাজির বক্স ও দুরুদ মিয়ার স্ত্রী মিনা বেগমের হেফাজতে ছেলেটি-কে রাখেন। ছেলেটি তার বাবার নাম মোহাম্মদ আলী, মা সুরাইয়া বেগম, চাচা আম্মদ আলী, দাদা নুর ইসলাম গ্রাম-হাটাখোলা, টঙ্গী বলে জানায়। তাঁর সাগর নামের ১ভাই ও লিজা নামের ১ বোন রয়েছে বলে জানায়। এ বিষয়টি লেখক শাব্বির এলাহী গতকাল বুধবার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরজিত কুমার পালকে অবহিত করেন। ছেলেটির মা, বাবা বা বৈধ অভিভাবককে হাজির বক্স (মাস্টার), উত্তরভাগ, ডাক-আদমপুর, উপজেলা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার (মোবাইল- ০১৭১৮৯৮০৬৫২) এর সাথে যোগাযোগ করতে পারবেন।
Know About Kulaura Upozilla.