Subscribe:

Thursday, January 26, 2012

কুলাউড়ায় ভারতীয় মদ,ফেনসিডিল, নাছির বিড়ি সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মৌলভীবাজারের কুলাউড়া থানার এসআই মিজানুর রহমান ও আইয়ুব আলীর নেতৃত্বে একদল পুলিশ পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ভারতীয় মদ,ফেনসিডিল, নাছির বিড়ি সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।কুলাউড়া থানা পুলিশ ২৪ জানুঃ মঙ্গলবার দুপুরে এক প্রেসব্রিপিং কালে কুলাউড়া সার্কেলএর সহকারী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন জানান, উপজেলার কাদিপুর ইউনিয়নের উত্তর কৌলা গ্রামের কুতুব আলীর বাড়ীর ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী রাউৎগাও ইউনিয়নের মহিষাজুড়ি গ্রামের মানিক মিয়ার ছেলে মোখলেছুর রহমান (২৮) ও জুড়ী উপজেলার বটুলী গ্রামের মৃত আঃ খালেক এর ছেলে সাহাব উদ্দিন (৩৩)কে গত সোমবার রাত ১০ টায় ভারতীয় মদ ১৩ বোতল (ডিরেক্টার স্পেশাল, হুহাইটবোটকা) ও ১৯ বোতল ফেনসিডিলসহ তাদেরকে ঘর থেকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভির্তিতে কুলাউড়া উপজেলার আলীনগর সিমান্ত হয়ে আসা ভারতীয় প্রায় ৫০ হাজার নাছির বিড়ি রাজনগরের টেংরা বাজারের সিএনজি দিয়ে পাচারকালে পথিমধ্যে টিলাগাঁও ইউনিয়নের তারাপাশা রাস্তায় কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে পৃথিমপাশা ইউনিয়নের পুরশাই গ্রামের তাজুল ইসলামের ছেলে ছায়েম আহমদ (১৯)কে ভারতীয় বিড়িসহ আটক করা হয়। এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিশেষ ক্ষমতা আ্ইনে তাদের বিরুদ্ধে পৃথক পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে ও গ্রেফতারকৃতদের মঙ্গলবার মৌলভীবাজার আদালতে প্রেরন করা হয় ।

Know About Kulaura Upozilla.